আব্দুল কাদির
ইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্নীতি বিরোধী র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীমুক্তিযোদ্ধা তরিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান।
দুদিন ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক ও রচনা প্রতিযোগীতায় আটটি করে উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। বির্তক প্রতিযোগীতায় শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রচনা প্রতিযোগীতায় কয়লার দিয়ার উচ্চ বিদ্যালয়ের পক্ষে মোসা. সানজিদা আক্তার বিথি বিজয়ী হন। শেষে রানারআপ, বিজয়ী, শ্রেষ্ঠ বির্তাকিক ও চ্যাম্পিয়ন দলের মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সাংবাদিক একেএস রোকনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।