গোমস্তাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের প্রথম সভা অনুষ্ঠিত

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ  উপলক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৬ জুন) উপজেলা পরিষদের আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে সভার শুরুতেই  নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান  আশরাফ হোসেন আলিম ও ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামা নুহ্, মহিলা ভাইস চেয়ারম্যান মুনিরা খাতুনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। 

প্রথম সভার পরিচয় পর্ব শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী, উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন মোড়ল, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান, আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সৌরভ,  বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামল, উপজেলা প্রেসক্লাব সভাপতি  আতিকুল ইসলাম আজম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন প্রমুখ। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভিত্তিতে ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহকে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান  মুনিরা খাতুনকে ২ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিল।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।