আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৭জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর ১৫ নং ওয়ার্ডের বালুবাগান মোড়ে জাতীয় সংগীত পরিবেশন এর সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করা হয়েছে। 

পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহিন আক্তার এর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী। 

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মহিফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশফাকুর রহমান রাসেল।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সেলিম রেজাসহ অন্যরা।

বক্তারা আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

পরে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে গোলাম রাব্বানী কে সভাপতি ও সৈয়দ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।