উপর রাজারামপুর জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পাইনবাবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের উপর রাজারামপুর (রাজশাহী রোড) জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮জুন) সকাল ১০ টায় মসজিদ স্থলে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, বিশেষ অতিথির বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  রুহুল আমিন।

মসজিদটির পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আলহাজ্ব সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও মসজিদটির নির্মাণ কাজের আর্কিটেক্ট আসাদুজ্জামান, জেলা পরিষদ এর সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গণি,পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রমজান, সদস্য আব্দুল মান্নান, ইসরাইল হোসেন, কামাল হোসেনসহ অন্যরা। পরে অতিথি বৃন্দ নির্মানকাজের শুভ সুচনা করেন। 

শেষে নির্মান কাজের সফল সমাপ্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।