নাচোলে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

নাচোল প্রতিনিধি

'' স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক '' এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ( ৮ জুন) শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪। শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।

শনিবার (৮ জুন) থেকে আগামী ১৪ জুন পর্যন্ত এ কর্মসুচি চলবে নাচোলের ৪টি ইউনিয়ন ভূমি অফিসে।  উপজেলা ভূমি অফিস চত্বরে সকাল ৯ ভূমি সেবা সপ্তাহের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার। 


আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান, শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অফিসার নুর, জনস্বাস্থ্য প্রকৌশলীর ইউসুফ আলী,সার্ভেয়ার মাহামুদুল হাসান, নাজির কাম ক্যাশিয়ার সাজেদুল ইসলাম হিমেল, চার ইউনিয়নের ভূমি কর্মকর্তা গনসহ সেবা গ্রহিতারা।

ভূমিসেবা সপ্তাহে যেসব সেবা দেয়া হবে- অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা এবং ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়টি ব্যাপক প্রচার। ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা প্রদান। নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ। অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা। মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি ও আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ জনগণ সংশ্লিষ্ট বিষয়ে সেবা পাবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।