চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

"স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক" এ প্রতিপাদ্য'কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস চত্তরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাও, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা ভূমি অফিসার আঞ্জুমান সুলতানা।

উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, জনগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। এছাড়াও উক্ত আয়োজনে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণের মাঝে চেক বিতরণ করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।