গোদাগাড়ীতে ১১শ লিটার চোলাইমদ উদ্ধার আটক-৩

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে চিকনা ডাঙ্গায় চোলাই মদ প্রস্ততকালে ১১শ লিটার চোলাইমদ উদ্ধার আটক-৩। 

গতকাল শনিবার (০৮ জুন) দুপুরে রাজশাহী জেলার গোদাগাড়ীর মোহনপুর ইউনিয়নের চিকনা ডাঙ্গা পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরঅনুপনগর নতুন পাড়া গ্রামের সামাদ (৩২), জুয়েল আলী (৩০), অপরজন রাজশাহী জেলার গোদাগাড়ী বড় দৌলতপুর গ্রামের আব্দুল করিম (৩৫)।

র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী বিক্রি করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে চোলাইমদ প্রস্তুতকালে ১১১০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়

উক্ত ঘটনায় রাজশাহীর জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।