গোমস্তাপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন, রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার (১০ জুন) উপজেলা সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুসহাক আলী। 

ফাইনাল রাউন্ডে "প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের প্রধান কারণ" বিষয়ে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

শ্রেষ্ঠ বক্তা নির্বাচত হয় চ্যাম্পিয়ন দলের আফিফা ইয়াসমিন। মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন।

বিচারক হিসেবে ছিলেন রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, খড়কাডাংগা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুজ্জামান বাবু, গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব।

আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা ও পুরস্কার বিতরণের পর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।