ভারতের মতো ইসি ও নির্বাচন ব্যবস্থা চান ফখরুল

নিউজ ডেস্ক

ভারতের মতো নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচন ব্যবস্থা বাংলাদেশেও ফেরাতে ভারতের নতুন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ভারতের বিরুদ্ধে নয়, তাদের কাছ থেকে ন্যায্য অধিকার ফিরে পেতে হবে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে, তার দেশে যেভাবে জনগন তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনও, তাদের নির্বাচন কমিশন এখনও যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, ১৯৭১ সালে আমরা সেই লক্ষ্যেই মুক্তিযুদ্ধ করেছিলাম। সে লক্ষ্যে কাজ করেই এখানে গণতন্ত্রকে সেভাবেই প্রতিষ্ঠা করতে চাই।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘রাজনৈতিক-অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভৌগোলিক ভাবেও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। পানি আমাদের স্বীকৃত অধিকার, কিন্তু বন্ধু দেশ পানির ন্যয্য হিস্যা থেকে বঞ্চিত করছে। তিস্তার পানি বন্টন চুক্তির কথা বললেও হয়নি। বরং তিস্তা প্রকল্প নিয়ে নতুন কথা বলছে।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার নতজানু তাই, নিজেদের সীমান্ত হত্যা বন্ধ এবং পানি সমস্যার সমাধান করতে পারছে না।’ বিএনপি মহাসচিবের অভিযোগ, এখন আওয়ামী লীগ আজিজ আর বেনজিরের। উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করছে তারা। দেশ ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলেও জানান মির্জা ফখরুল।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।