চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে আম পরিবহনের বিশেষ ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে।


সোমবার (১০ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছমিনা খাতুন, পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী আসাদুল হক, রাজশাহী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ প্রমুখ।

স্টেশনমাস্টার মোহাম্মদ ওবায়দুল্লা জানান, আজ সকাল ৯টা থেকে স্টেশনে আম বুকিং নেওয়া শুরু হয়েছে। এছাড়াও রহনপুর স্টেশন থেকে ১ হাজার ২০ কেজি এবং চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ৭৮৫ কেজি আম নিয়ে গেছে এ বিশেষ ট্রেনে। এ ট্রেনে আম ছাড়াও শাকসবজি, ডিমসহ অন্যান্য কৃষিপণ্য পরিবহন করা যাবে বলে জানান তিনি।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পাঠাতে প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে ১ টাকা ৪৮ পয়সা। এবার আমের মৌসুমে কোরবানির ঈদ হবার জন্য এ বিশেষ ট্রেনে আগামী বুধবার থেকে তিন দিন গরুও পরিবহন করা যাবে। এ জন্য এবার এ ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন’। উদ্বোধন শেষে আম নিয়ে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।