মান্দায় মাটি খেকো আফছারের দৌরাত্নে বিলিন হচ্ছে কৃষি জমি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় সালেহা ব্রিকসের স্বত্বাধিকারী আফছার আলী প্রামাণিক দৌরাত্নে বিলীন হচ্ছে কৃষি জমি। জমির টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছেন ইট ভাটায়। কোন ভাবেই থামছে আফছার হাজীর  দৌরাত্নে। তার দৌরাত্নে বিলীন কৃষি জমির শ্রেণী পরিবর্তন হয়ে পুকুর ও ডোবায় পরিনত হচ্ছে। একই সাথে তিনি ওই এলাকায় খড়ি ভাটা স্থাপন করে পরিবেশ বিঘ্নিত করে চলেছেন।

এব্যাপারে প্রশাসনকে স্থানীয়রা বারবার অবগত করলেও কোন ব্যবস্থা গ্রহণ করছেন না বলে জমি মালিকদের অভিযোগ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর মাটি কেটে রাস্তা নষ্ট করছেন মাটি ব্যবসায়ীরা।

প্রশাসন ও ভূমি কর্মকর্তাদের অবহেলায় এরকম কর্মযজ্ঞ চালাচ্ছেন মাটি ও ভাটা ব্যবসায়ীরা বলে অনেকের অভিযোগ। আফছার হাজী ভোলাগাড়ী বিলে তিনটি ভেকু মেশিন বসিয়ে দিনরাত কৃষি জমির টপ সয়েল কেটে নিচ্ছেন। ভূমি কর্মকর্তারা ঘটনাস্থলে গেলেও কোন ব্যবস্থা হচ্ছে না। তারা বলছেন, নিষেধ করলে শোনে না। আমারা কি করবো। মাঝে মাঝে দু একটা ভ্রাম্যমান হলেও বন্ধ হয় না মাটি কাটা। এজন্য আফছারের মত ভাটা মালিকেরা পার পেয়ে যাচ্ছেন।

সরকারের কোটি টাকার রাস্তার নষ্ট করে মাটি বহন করছেন তারা। এতে রাস্তায় কাদামাটি পড়ে ভোগান্তি বাড়ছে পথচারীদের। দু-একটা দূর্ঘটনাও মাঝে মধ্যে ঘটছে। স্থানীয়রা মাটি কর্তন ও বহন বন্ধের দাবী জানিয়েছেন সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সাথে কথা হলে তিনি ব্যবস্থা গ্রহণের কথা জানান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।