বিচার প্রক্রিয়া নিয়ে ড. ইউনূসের বক্তব্য অসত্য: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

চলমান বিচার প্রক্রিয়া নিয়ে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য অসত্য ও বাংলাদেশের মানুষের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে ইইউ ও ৬ দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে একথা বলেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী জানান, ড. ইউনূসের বিরুদ্ধে যে-সব মামলা চলছে রাষ্ট্রদূতদের সে বিষয়ে জানানো হয়েছে।

এ সময় বাংলাদেশকে নিয়ে আইএলও যে নালিশ করেছিল, তা প্রত্যাহারে ইইউভুক্ত রাষ্ট্রগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। পরে এক প্রশ্নের জবাবে সংসদের চলতি অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাস হচ্ছে না বলেও জানান আইনমন্ত্রী।

এদিকে, অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আজ বুধবার অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

এ সময় ড. ইউনূসসহ অন্য আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এই তথ্য জানান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।