চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা আটদিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম ও বন্ধ থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, আগামী সোমবার (১৭ জুন) মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। সেহেতু শনিবার (১৫ জুন) থেকে শনিবার (২২ জুন) পর্যন্ত মোট ৮ দিন সোনামসজিদ শুল্ক স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী শনিবার (২২ জুন) থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। তবে ঈদুল আযহার ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে।

বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীরা এই বন্দর ব্যবহার করে উভয় দেশে যাতায়াত করতে পারবেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।