চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি কোরবানির পশু নিয়ে ঢাকায় গেল বিশেষ ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ৪টি ওয়াগনে ৮০টি কোরবানির পশু নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন।

ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু না করে ম্যাংগো স্পেশাল ট্রেনের ওয়াগনে কোরবানির পশু পরিবহন শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১২ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে চতুর্থবারের মত ট্রেনে গরু পরিবহন কার্যক্রম শুরু করে। ৮০টি পশুর মধ্যে ৭১টি গরু বাকি ০৯টি ছাগল। এই ৮০টি পশুর রাজস্ব আদায় ৬১ হাজার ৮৮০ টাকা। এ ট্রেন একটানা তিন দিন অর্থাৎ ১৪ জুন পর্যন্ত চালু রাখবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।

রেলওয়ে বিভাগ সূত্র থেকে জানা গেছে, ক্যাটল স্পেশাল ট্রেনটি এবার যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করবে। বিকেল ৪টায় রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনসহ ১৫টি স্টেশন থেকে আম ও পশু তোলা হবে। আম ও পশু পরিবহনকারী ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ বলেন, গত সোমবার আম পরিবহনের মধ্য দিয়ে ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেনটির যাত্রা শুরু হয়।

আজকে ৮০টি পশু ঢাকায় পাঠানোর মাধ্যমে পশু পরিবহনের আনুষ্ঠনিকতা শুরু হলো। যমুনার পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ট্রেনটি যাওয়ায় গতবারের তুলনায় ৩ হাজার ৬৫০ টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।