ঈদে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহায় যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে শিডিউল ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে ঈদের আগে ২০টি এবং পরে নয়টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের যানজটমুক্ত স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতি বছর ঈদ উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিস্তারিত তথ্য জানতে www.biman-airlines.com এই ওয়েবসাইট অথবা বিমানের কল সেন্টার ১৩৬৩৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।