গোমস্তাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে  উপজেলা হল রুমে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম আনন্যা'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম।

এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুনিরা খাতুন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি ইন্জিনিয়ার সুলতানুল ইমাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃ পঃ কর্মকর্তা ড: আব্দুল হামিদ, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কাউসার আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাস, বি এম ডিএ ইন্জিনিয়ার আহসান হাবীব, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল  রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনিরুজ্জামান, বোলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামল, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবীব কিবরিয়া, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আইনশৃঙ্খলা, মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয় নিয়ে  আলোচনা করা হয়

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।