এবারও মানুষের নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছি: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক

ঈদুল ফিতরের মতো এবারও ট্রেনে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ব‌লে‌ছেন।

শুক্রবার (১৪ জুন) বিকেলে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে এ কথা ব‌লেন তি‌নি।

রেলমন্ত্রী বলেন, “কমলাপুর স্টেশন থেকে প্রতিটি ট্রেন সময় মতো ছেড়ে গেছে। শুধুমাত্র দূরের দুটি ট্রেনের সময় বিলম্ব হয়েছে। সেটিও হয়েছে রেল ক্রসিংয়ের কারণে।

তিনি আরও বলেন, “যাত্রীদের পাশাপাশি ক্যাটল ট্রেনে গবাদি পশু পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে মানুষ নির্বিঘ্নে ঢাকার হাটগুলোতে আসছেন।

রেলমন্ত্রী বলেন, পোড়াদহ অথবা দর্শনা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত একটি ট্রেন দেওয়া হবে। তবে বগি ও ইঞ্জিন সংকটের কারণে আপাতত সম্ভব হচ্ছে না। বগি-ইঞ্জিন আমদানি করা হচ্ছে। আশা করি আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যে সমস্যা সমাধান হবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।