রেলওয়ের শুদ্ধাচার পুরস্কার পেলেন ভোলাহাটের কমল

বি এম রুবেল আহমেদ

রেলওয়ের শুদ্ধাচার পুরস্কার পেলেন ভোলাহাটের গর্বিত সন্তান মোহাঃ মেহেদী হাসান কমল।

গতকাল (১৩ জুন) বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলের কার্যালয় থেকে এই দপ্তরাদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে ২০২৩-২৪ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের তালিকায় জায়গা করে নিয়েছেন ভোলাহাট উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (পশ্চিম) মোহাঃ মেহেদী হাসান কমল।

তাই অর্জনে গর্বিত ভোলাহাট উপজেলাবাসী। এই শুদ্ধাচার পুরস্কার পাওয়া মেহেদী হাসান কমল বলেন আজকের এই পুরস্কার আমার ভোলাহাট উপজেলার।

এই পুরস্কারে আমি অভিভূত এবং অনেক গর্বিত। আমি সবার সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই বলে অভিব্যক্তি প্রকাশ করেন মেহেদী হাসান কমল।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।