চাঁপাইনবাবগঞ্জে ২শ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঈদ-উল-আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী'র পক্ষে থেকে চাঁপাই নবাবগঞ্জের দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাবে জেলা প্রশাসক ও লেডিস ক্লাবের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নিজ হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন ও লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মিনী মাহফুজা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার চাঁপাই নবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা: তাছমিনা খাতুন, সহকারী কমিশনার ভূমি আঞ্জুমান সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সহধর্মিনী ডা. রেশমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্য কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

প্রধান অতিথি জানায়, ঈদু-উল-আযহা'র আনন্দ আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাঁপাই নবাবগঞ্জের দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সামান্য এই খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি। প্রতি বছর এই উদ্যোগ বজায় রাখবো বলে জানান।

জানা গেছে, ২০০ জন পরিবারের প্রত্যেকের ব্যাগে ছিল ১ কেজি আতব চাল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি আলু, সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, মশলা, জিরা, কিসমিস, গুড়া দুধ, বুদিয়া, লবণ ও লাক্স সাবান বিতরণ করা হয়।

ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন অসহায় পরিবার গুলো। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।