কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন নয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প কারখানা করা যাবে না। আজ শনিবার সকালে গণভবনে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি কৃষিনির্ভর। এ কারণে কৃষি জমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প কারখানা করা যাবে না।

পরিবেশ রক্ষায় জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগই দেশে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সব সময় কৃষির ওপর জোর দিয়েছিলেন। কৃষির যান্ত্রিকীকরণেও বঙ্গবন্ধু জোর দিয়েছেন। তবে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে এবং পরবর্তীতে আন্দোলনের নামে গাছ ও পরিবেশ ধ্বংস করেছে।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া শুধু জনগণের ভোটের অধিকারই কেড়ে নেননি কৃষকের অধিকারও হরণ করেছে। শুধু ভোটচুরি করলেই যে ক্ষমতায় থাকা যায় না তা ৯৬ সালে খালেদা জিয়ার পতনের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।