ঈদ ঘিরে নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি

নিউজ ডেস্ক

ঈদকে ঘিরে নাশকতা বা জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে কুইক রেসপন্স করার সক্ষমতা র‍্যাবের আছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক হারুন অর রশিদ। 

আজ রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান হারুন অর রশিদ।

র‍্যাব মহাপরিচালক বলেন, এবার ঈদে সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে দুটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। নাশকতা ও গুজব ঠেকাতে বিশেষ পেট্রোলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। 

এছাড়া ঈদযাত্রার শেষ দিনেও টিকিটের কালোবাজারি রোধে র‍্যাবের প্রতিটি ব্যাটালিয়ন তৎপর রয়েছে বলে জানান মহাপরিচালক হারুন অর রশিদ।

কোরবানির পশুর চামড়া পরিবহন ও চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট হলে র‍্যাবকে তথ্য জানানোর অনুরোধ করেন করেন মহাপরিচালক।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।