রাজশাহীতে ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’

রাজশাহী প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে রাজশাহীতে রহিমা আক্তার (২৪) নামের গৃহবধূ ‘আত্মহত্যা’ করেছেন। 

মঙ্গলবার (১৮ জুন) ভোরে রাজশাহীর চারঘাট পৌর শহরের হলের মোড়ের একটি ভাড়াবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


ওই গৃহবধূর স্বামী সায়েম ইসলাম (সাগর)। তিনি ওষুধ কোম্পানিতে চাকরি করে। তারা পুঠিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। রাজশাহীতে তারা ভাড়া বাসায় থাকতেন। ‘আত্মহত্যা’র সময় রহিমা আক্তার ভাড়া বাড়িতে একাই ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান। তিনি জানান, রহিমা আক্তারের বাবার সাথে মায়ের ছাড়াছাড়ি হলে আরও একটি বিয়ে করেন। এতে একা হয়ে পরেন রহিমা আক্তার। এ নিয়ে তিনি বিষন্নতায় ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।