চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ও শিল্প পতিদের নিয়ে ঈদ পুনর্মিলনী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জের সম্মানিত ব্যবসায়ী ও শিল্পপতিদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে সম্মিলিত ব্যবসায়ী ও স্বার্থ উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়। 

উক্ত ফোরামের সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিমের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওদয়াহেদ, ম্যাক্স হসপিটালের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, বিশিষ্ট শিল্পপতি আকবর হোসেন, সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, চেম্বারের পরিচালক খাইরুল ইসলাম, আমদানি-রপ্তানিকারক একরামুল হক, নারী উদ্যোক্তা আকসানা খানম সহ অন্যরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।