নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর ঈদ-উল-আযহা উপলক্ষে ৮ দিন বন্ধের পর পূণরায় চালু করা হয়েছে।
শনিবার (২২ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানীকৃত ভারতীয় পন্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে। সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভারতের সাথে যাত্রী চলাচল ঈদের দিনও চালু ছিল।
বন্দর সূত্র জানায়, দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে সকল প্রকার আমদানী-রপ্তানী ও সিএন্ডএফ সংক্রান্ত কার্যক্রম টানা ৮দিন বন্ধের পর আজ পূণরায় চালু হয়েছে। ৮ দিন বন্ধের মধ্যে গত ১৪ ও ২১ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি যুক্ত ছিল।
সোনামসজিদ আমদানী রপ্তানীকারক গ্রুপ ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে বন্দর বন্ধ ঘোষণা করে। তবে ছুটির মধ্যে লোড-আনলোড, জরুরী পণ্য পরিবহনসহ কিছু কার্যক্রম চালু ছিল।
বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অপারেশন কামাল খান বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বন্দরে আমদানীকৃত ভারতীয় পন্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে।
এছাড়াও সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভারতের সাথে যাত্রী চলাচল ঈদের দিনসহ প্রতিদিনই চালু ছিল বলে জানান তিনি।