গোমস্তাপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

রবিবার ২৩ জুন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনের নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) ব্যাপক উৎসব মুখর পরিবেশে পালন করা হয়।

দিনের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রহনপুরের ঐতিহাসিক বেগম কাচারী প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,  নিরবতা পালন এবং দোয়া মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের শুভ সূচনা করা হয়। 

পরে বেগম কাচারী প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রহনপুর পৌরসভার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন করা হয়।  উপজেলা আওয়ামী লীগের এই দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন করেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সভাপতি, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জিয়াউর রহমান, এমপি। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ হুমায়ূন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা, সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী সমর্থক  এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও রহনপুর কলোনি মোড়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস সহ দলীয় নেতাকর্মীবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনএবং দোয়া খায়ের করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।