আওয়ামী লীগ থেকে খসে পড়া তারারা আর জ্বলেনি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

আওয়ামী লীগ থেকে খসে পড়া তারারা আর কখনোই জ্বলে উঠতে পারেনি, নিভে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভায়‌ তিনি এ মন্তব্য করেন। এ সময় নেতা–কর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংগঠন শক্তিশালী থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না।

নেতা–কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা দলের চেয়ে নিজেকে বড় মনে করেছেন এবং দল ছেড়ে গেছেন তারা ভুল করেছেন। আওয়ামী লীগে থাকতে তারকা থাকলেও পরবর্তীতে সেই তারা আর জ্বলেনি, নিভে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে মৃত্যু ভয়ে ভীত না হয়ে মানুষের পাশে থাকতে হবে। অর্জন করতে হবে মানুষের আস্থা বিশ্বাস। সংগঠন শক্তিশালী থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না।

তৃণমূলের মানুষ আওয়ামী লীগের মূল শক্তি উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘বার বার চেষ্টা হলেও কেউ আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি। আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় এসেছে তারা সন্ত্রাসবাদ, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, দুর্নীতি করেছে। অন্যদিকে, আওয়ামী লীগ জনগণের শক্তি ও উন্নয়নে বিশ্বাস করে। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাঙালির প্রতিটি অর্জনে ওতপ্রোতভাবে জড়িত আওয়ামী লীগ। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে আওয়ামী লীগ। আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। দেশের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে আওয়ামী লীগ। দেশের মানুষকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে আওয়ামী লীগ।

১৯৪৯ সালের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়, যা পরবর্তীতে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সাংস্কৃতিক আয়োজনে শিল্পীরা তুলে ধরেন আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ইতিহাস। এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ৭৫ বছর পূর্তি উৎসবের। এসময় সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলের গৌরবময় ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দলের প্রতিষ্ঠাতাকালীন নেতাদের স্মরণ করেন শেখ হাসিনা, যিনি ৪৩ বছর ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।