চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীকে তুলে নিয়ে রাতভর নির্যাতন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে।  এসময় নির্যাতনকারীরা ফাঁকা জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর ও স্বাক্ষরিত একটি ফাঁকা চেকও নিয়ে নেন। আব্দুর রাজ্জাক নামে ওই ব্যবসাী রোববার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।আব্দুর রাজ্জাক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদিরপুর মহল্লার মৃত এসলাম আলীর ছেলে।

জানা যায়, গত শনিবার (২২ জুন) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে জেলা শহরের বিদিরপুর মোড় হতে বাড়ি যাওয়ার পথে বিদিরপুর গ্রামের মনিরুল হাজির বাড়ীর সামনে পাকা রাস্তার উপর কয়েকজন ব্যক্তি পথরোধ করে। পরে তাকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায় তারা।


ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, টাকা-পয়সা দেনাপাওনার সূত্র ধরে জেলা শহরের গণকা এলাকার মৃত নুরুল ইসলাম ফজু বিশ্বাসের ছেলে আব্দুল আলিমের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করি। মামলাটি এখন আদালতেই চলমান রয়েছে। এমন অবস্থায় বাড়ি ফেরার পথে চেক জালিয়াতি মামলার আসামী আব্দুল আলিমের নেতৃত্বে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমাকে অজ্ঞাতস্থানে নিয়া যায় এবং বেধড়ক মারপিট করে শরীরের বিভিন্নস্থান জখম করে। এমনকি তারা আমাকে তিনটি ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেই।

অপহরণকারীরা আব্দুর রাজ্জাককে রবিবার (২৩ জুন) ভোর ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। হাসপাতালে আব্দুর রাজ্জাককে হুমকি দেয়া হয়, এই ঘটনাটি যদি তুই কাউকে বলার চেষ্টা করিস, তাহলে তোকে প্রানে শেষ করিয়া ফেলব। পরবর্তীতে ভোর ৫টার দিকে বাড়ির সামনে ফেলে যায় আব্দুর রাজ্জাককে। এ বিষয়ে

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মেহেদী হাসান জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।