চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন তাজা আমের পন্য রপ্তানির সুযোগ বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বানিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এসোসিয়েশন ও জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা চেম্বারের সিনিয়র-সহ সভাপতি মসিউল করিম বাবু, জেলা চেম্বারের সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আম উদ্যোক্তাদের নিয়ে আম উৎপাদন, প্রক্রিয়াজাত, বাজারজাত করণ বিষয়ে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, চাঁপাই নবাবগঞ্জ হার্টিকালচার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের পরিচালক কৃষিবিদ ড. জহুরুল ইসলাম।