নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় ছেলে সাদিকুল ইসলাম ছোটন (২৩) হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী নিহতের পরিবার।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নিহতের পরিবার "মান্দা উপজেলা প্রেসক্লাবে"এসে সংবাদ সম্মেলন করেন।
নিহত সাদিকুল ইসলাম ছোটন মান্দা সদর ইউপির বাদলঘাটা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
সংবাদ সম্মেলনে নিহতের পরিবার জানান, সাদিকুল ইসলাম ছোটনকে গত (১২ এপ্রিল) হত্যার উদ্দেশ্যে মারপিট করেন। মারপিটে তিনি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় গত (১৫ এপ্রিল) মারা যায়। মারা যাওয়ার পর থেকে হত্যা মামলার প্রধান আসামী গাঁ ঢাকা দিয়ে থাকলেও গত (২৩জুন) রবিবার রাতে পুলিশ মামলার প্রধান আসামি সাগর মন্ডলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। কিন্তু অদৃশ্য কারণে অন্য ৫ জন আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার হচ্ছে না।
অন্যদিকে মামলা প্রধান আসামি গ্রেফতারের পর থেকে মামলা তুলে নিতে উল্টো হুমকি দিচ্ছেন নিহতের পরিবারকে।
বর্তমানে আসামীদের শাসন গর্জনে নিহতের পরিবার ও মামলার বাদী পিতা আব্দুর রাজ্জাক নিরাপত্তাহীনতায় ভূগছেন।
নিহতের পরিবারর সংবাদ সম্মেলন আরো বলেন, মামলার ২-৬ নাম্বার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছেনা। অচিরেই তাদেরকে গ্রেফতারের জোর দাবি জানান।
আসামীরা হলেন, নাজির উদ্দিনের ছেলে মাইনুল ইসলাম (৩৬), রমজানের ছেলে আনোয়ার হোসেন (৪৪), জসিম সরদারের ছেলে আব্দুর রহিম (৪৮), আব্দুর রশিদ (৪৬) ও আলা উদ্দীনের ছেলে সিরাজুল (২৭)।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহতের বাবা ও মামলার বাদী আব্দুর রাজ্জাক, মা-আক্তার বানু, চাচা আইজুল হক, চাচী শাহিনুর বেগম, মামা আয়নাল হক, দাদী ফুলজান বেওয়া ও ভাবী রুনা আক্তার।