নিউজ ডেস্ক
গতকাল ভারতের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার সমীকরণটা নিজেদের হাতেই ছিল বাংলাদেশের। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। প্রথমবারের মতো বৈশ্বিক টুর্নামেন্টের শেষ চারে উঠতে ১২.১ ওভারে আফগানদের ১১৫ রান পেরিয়ে যেতে হতো নাজমুল হাসান শান্তদের। কিন্তু বাংলাদেশ সেটা তো পারেইনি, উল্টো হেরেই গেছে আফগানিস্তানের কাছে।
পাকেচক্রে জেগে ওঠা সেমিফাইনালের স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশা তো আছেই, এমন ম্যাচে সাকিব আল হাসানের একটি ব্যক্তিগত কীর্তিও নিজের করে নিয়েছেন আফগান স্পিনার রশিদ খান।
আজ সেন্ট ভিনসেন্টে ভুলে যাওয়ার মতোই একটা দিন কাটিয়েছেন সাকিব। বল হাতে চার ওভারে ১৯ রান দিলেও কোনো উইকেট নিতে পারেননি। তার চেয়েও বড় কথা, ব্যাটসম্যান সাকিবকে আজ খুব বেশি প্রয়োজন ছিল বাংলাদেশের। রান তাড়ায় ২৩ রানে ২ উইকেট পড়ার পর দলের হাল ধরতে নেমে উল্টো দলের বিপদ বাড়িয়েছেন সাকিব। গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেছেন।
অন্যদিকে রশিদ খান ইনিংসের শেষ দিকে ১০ বলে ১৯ রানের ক্যামিও দেওয়ার পর বল হাতেও ছিলেন আগুনে। ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেমির স্বপ্ন ধসিয়ে দিয়েছেন। একইসঙ্গে সাকিবের একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ২৭ বছর বয়সী আফগান স্পিনার।
এ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ বার ৪টি করে উইকেট পেলেন রশিদ, যা এ সংস্করণে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল সাকিবের। বাংলাদেশি স্পিনার ১২৯ ম্যাচ খেলে ৮ বার এ কীর্তি গড়েছিলেন। সাকিবকে ছাড়িয়ে যেতে আফগান স্পিনারের লাগল ৯২ ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যাতেও সাকিবকে পেরিয়ে গেছেন রশিদ। সেখানে অবশ্য রেকর্ড হয়নি, তালিকায় সাকিব দুই নম্বরে ছিলেন এতদিন, আজ তাঁকে ছাপিয়ে দুই নম্বরে উঠে গেছেন রশিদ।
টি-টোয়েন্টিতে দেশের জার্সিতে সাকিবের উইকেট সংখ্যা ১৪৯টি। আজকের ম্যাচে চারটি নিয়ে বর্তমানে রশিদের উইকেট ১৫২টি, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। ১২৯ ম্যাচে ১৬৪ উইকেট নিয়ে এ তালিকায় সবার ওপরে আছেন কিউই পেসার টিম সাউদি।