মান্দায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আ.লীগ নেতার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আব্দুল কাদের সরদার (৪৮) নামে এক আ.লীগ নেতার।

নিহত আব্দুল কাদের নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের চক পাহাড় গ্রামের মৃত রবিউল্যাহ সরদারের ছেলে এবং পাড়ইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ. লীগের সাধারন সম্পাদক। 

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মোহাম্মাদপুর মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। 

জানাগেছে, নিহত কাদের নিজ বাড়ি থেকে মান্দা উপজেলার তামান্না কোল্ডস্টোরে আসার সময় মোহাম্মদপুর মোড় এলাকায় দূর্ঘটনার শিকার হন।

তিনি তামান্না কোল্ডস্টোরে রাখা আলু নেওয়ার জন্য আসছিলেন।পথিমধ্যে মোহাম্মদপুর মোড় এলাকায় পৌঁছেলে মাছ বহনকারী পিকআপ ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী কাদের নিহত হন।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।