চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি হেরোইন উদ্ধার আটক-১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে চরবাগডাঙ্গায় মাটি খুঁড়ে ১ কেজি ৭৬০ গ্রাম হেরোইন উদ্ধার, একজনকে আটক করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাঁদপুর গ্রামে মাটির ভেতর থেকে হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত আসামি হচ্ছেন চরবাগডাঙ্গা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মনজুর আলীর ছেলে আলমগীর (৪৫)।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, চরবাগডাঙ্গা ইউনিয়নের চাদপুর গ্রামে পদ্মার চরে নিজ বাড়িতে বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য মজুত রেখে অবস্থান করছিল। র্যাবের গোয়েন্দা দল তার বাড়িতে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তার বাড়ির বাহির আঙিনায় সবজি ক্ষেতের ভেতরে অভিনব কায়দায় প্লাস্টিকের কৌটায় পুতে রাখা অবস্থায় মাটির গভীর থেকে হেরোইন উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল থানায় নিয়ম একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব।