ভারতের প্রতিশোধ নাকি ইংল্যান্ডের পুনরাবৃত্তি

নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই বাজিমাত করে শিরোপা ঘরে তুলেছিল ভারত। এরপর ২০১৪ সালে ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি টিম ইন্ডিয়ার। সেই আক্ষেপ দলটিকে এখনও তাড়া করছে।

সবশেষ ২০২২ সালেও সেমিফাইনাল খেলেছিল ম্যান ইন ব্লুরা। ছন্দে থাকা সেই দলকেই ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। ভুলে যেতে চাওয়া সেই অতীত আরও একবার বর্তমান হয়ে সামনে দাঁড়াল ভারতের।

ফাইনালের যাওয়ার লড়াইয়ে ফের বাটলারদের মুখোমুখি রোহিত শর্মার দল। ফলে ইংলিশদের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য একপ্রকার প্রতিশোধ নেওয়ার মিশন।

এদিকে ইংল্যান্ডের লড়াই শিরোপা ধরে রাখার। ধুঁকতে থাকা দলটি নানান বাধা পেরিয়ে এখন সেমিফাইনালে।

ফলে আসরজুড়ে অপরাজিত থাকা ভারতের বিপক্ষে কাজটা বেশ কঠিনই হবে মঈন আলি-বাটলারদের জন্য। যদিও সবশেষ আসরের স্মৃতি কিছুটা স্বস্তি দিতে পারে থ্রি-লায়ন্সদের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩ বারের দেখায় ভারতের জয় ১২টি আর ইংল্যান্ডের ১১টি। বিশ্বআসরে ৪ বারের দেখায় সমানে সমান দুই দল। এদিকে এত হিসেব-নিকেশ এক নিমিষেই ভেসে যেতে পারে বৃষ্টিতে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে বৃষ্টিতে শেষ পর্যন্ত খেলা না হলে কপাল পুড়বে ইংলিশদের।

সুপার এইটে পয়েন্ট বিবেচনা সরাসরি ফাইনালের টিকিট কাটবে রোহিত শর্মার দল।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।