চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী কৃষ্ণ গ্রেপ্তার হয়েছে।
গতকাল বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পিরোজপুর গ্রামের মৃত অভি ঘোষের ছেলে।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি গত ২০২২ সালের ১০ এপ্রিল তাকে নেশাকারক ৪শত ৫০ পিস মাদক এ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন সহ আটক করে র্যাব। এরপর জামিন পেয়ে সে পালিয়ে যায়। গত ২৯ মে উক্ত মামলায় বিজ্ঞ আদালত তার অননুপস্থিস্থিতে তাকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাস কারাদন্ডের সাজা দেন আদালত।
উক্ত ঘটনায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।