চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে ৩০৭ বোতল ফেন্সিডিলসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে ৩০৭ বোতল ফেন্সিডিলসহ জামাল আলী (২৭) নামের এক মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব।

গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড বাজার থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত আসামি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা গ্রামের একরামুল হকের ছেলে জামাল আলী।

র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে মাদকের একটি বড় চালান সরবরাহ করবে। র‌্যাব গোপনে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে আমের ক্যারেটে বিশেষ কায়দায় মাদক সরবরাহের সময় ৩০৭ বোতল ফেন্সিডিল সহ উক্ত আসামীকে গ্রেফতার করা হয় বলে জানান। 

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।