চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার-২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা সালামসহ জোড়া খুনের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) রাতে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নিহত জেলা পরিষদের সদস্য ও নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা সালামসহ জোড়া খুনের ঘটনায় ৫২ জনের নামে মামলা করা হয়েছে। এতে মামলার প্রধান আসামি করা হয়েছে নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হক।

শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযানে প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৫) এবং ঘোড়া পাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক আটক করা হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে। তিনি জানান এঘটনায় ৫২ জনকে আসামি করে শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়েছে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়। প্রধান আসামিসহ বাকী আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।