গোদাগাড়ীতে ১ কেজি ৮৯৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার-১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী ডাইংপাড়ায় র‌্যাবে অভিযানে ১ কেজি ৮৯৪ গ্রাম হেরোইন সহ জাহাঙ্গীর (২৫) নামের এক যুবক কে গ্রেপ্তার হয়েছে।

গতকাল রাতে রাজশাহীর গোদাগাড়ী ডাইংপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃত আসামী হচ্ছে নাচোল উপজেলার খলসি বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বাড়ি নাচোল হলেও সে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। র‌্যাবের বিশেষ গোয়েন্দা তথ্যে জানতে পারে একজন মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী শহরের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোদাগাড়ী ডাইংপাড়ায় সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরক্সিা থামিয়ে তল্লাশী করে। এবং তার কাছে থাকা হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে বলে জানায় র‌্যাব।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।