আওয়ামী লীগের বন্ধু আছে, প্রভু নেই: কাদের

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের বন্ধু আছে, প্রভু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতায় যেতে বিএনপি যে কারো দাসত্ব বরণ করতে প্রস্তুত। মির্জা ফখরুল আপনিতো বাইরে আপনাদের বানানো বাইডেনের উপদেষ্টার মুক্তি চান না কেন?’

বিএনপির সহিংসতার বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনে তত জোর নেই, যত জোর তাদের মুখের বিষে আছে।

আন্দোলন করেন ভালো কথা। তবে আন্দোলনের সঙ্গে সহিংসতা যোগ করলে খবর আছ। বিএনপি দুর্নীতিবাজ দল, তারা আবার দুর্নীতি বিরোধী কথা বলে, লজ্জা করে না? তারেক দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা হবে।

দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি উগ্র। তাদের কাছে তারেক এক আতঙ্কের নাম। লন্ডনে বসে নেতা বানায়, কর্মসূচি দেয়। বাংলাদেশের মানুষ লন্ডন থেকে পাঠানো কর্মসূচি মানে না।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে না। বছরব্যাপী দেশের সব ইউনিটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

শেখ হাসিনার সৃষ্টিশীল নেতৃত্বে আওয়ামী লীগ দেশে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে।’শনিবার দুপুর থেকে ব্যানার-ফেস্টুন ও মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় নেতা-কর্মীরা। অংশ নেন কেন্দ্রীয় নেতারাও।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।