চাঁপাইনবাবগঞ্জের মহানন্দায় ডুবে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ডুবে সুইট (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৯ জুন) বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে সিএমবি শ্মশান ঘাট মহানন্দা নদীতে থেকে তার মরদেহ উদ্ধার করে। 

মৃত সুইট পৌরসভার মসজিদপাড়া মহল্লার মৃত কহিনুর খলিফার ছেলে। 

স্থানীয়দের সূত্রে জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীর শ্মশান ঘাটে গোসল করতে গিয়ে ডুবে মারা যায় সুইট। পরে স্থানীয়রা মৃত অবস্থায় সুইটকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।