চাঁপাইনবাবগঞ্জে গাঁজা ক্রয়-বিক্রয়ের অপরাধে গ্রেফতার-৬

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের নুনগোলা এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের অপরাধে র‌্যাবের হাতে গ্রেফতার-৬। 

গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃত আসামি হচ্ছেন গোমস্তাপুর উপজেলার শহিদুল ইসলাম (২৬), আলাউদ্দিন আলী (৩০), মোঃ শিহাব আলী (২১), ফয়সাল আহমেদ (২৫), কাওসার (৩০), রনি (২৬) কে ৬৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। 

রবিবার সকালে রাজশাহী র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কেডিসি পাড়া স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় করার অভিযোগে ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বলেন স্থানীয়দের অভিযোগে জানা যায় উক্ত এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। এবং বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবক ছেলেদের মাঝে বিক্রি করতো। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে এরা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। র‌্যাব সাদা পোশাকে ঘটনার সত্যতা পেলে মাদক ক্রয়-বিক্রয় করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।