চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ ২ জন নিহত হয়েছেন।
রোববার (৩০ জুন) দুপুর বেলা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মোবারকপুর ইউনিয়নে ধোপপুকুর ও দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে ধোপপুকুর এলাকায় অজ্ঞাতনামা ভারসাম্যহীন (৫৫), রাস্তা পারা পারের সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে ট্রাক জব্দ করা হলেও, ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন।
অন্য দিকে একই উপজেলার মনাকষা ইউনিয়নের বাখের আলী বিশ্বনাথপুর গ্রামের আব্দুল রশিদের মেয়ে বর্ষা খাতুন (১০) রাস্তা পারাপারের সময় অটো সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হলে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অটো চালক পলাতক রয়েছেন।
এ বিষয় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন শিবগঞ্জে পৃথক স্থানে দুটি সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে। বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান তিনি।