চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক উন্নয়ন সভায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রস্তাবিত ৪০ কোটি টাকার খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩০ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপদেষ্টা সদস্য ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল তারিকুজ্জামান সুমন, কবির আহমেদ খান, হোসনে আরা পাখি, সংরক্ষিত সদস্য তাসলিমা বেগম, সাবিহা শবনম কেয়া, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম সহ অন্যরা।
সভার শুরুতেই (২৭ জুন-২৪) সন্ত্রাসী হামলায় নিহত জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুস সালাম মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়।
এছাড়াও সদ্য নির্বাচিত শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার চেয়ারম্যান আশরাফ হোসেন, ভোলাহাট উপজেলার চেয়ারম্যান আনারুল ইসলাম কে ফুল দিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
পরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রস্তাবিত (প্রায়) ৪০ কোটি টাকার খসড়া বাজেট উপস্থাপন করা হয় এবং প্রস্তাবিত বাজেট বিষয়ে আলোচনা করেন সভার সদস্যরা।
সভা শেষে জেলা পরিষদ সদস্যর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।