চাঁপাইনবাবগঞ্জে শুদ্ধাচার পুরস্কার পেলেন ৬জন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
"সোনার বাংলা গড়ার প্রত্যয় : জাতীয় শুদ্ধাচার কৌশল" এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৬ জনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।
রবিবার (৩০ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে এই পুরস্কার প্রদান করা হয়।
শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এ-সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, চাঁপাই নবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা।
শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, নাচোল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কাওসার জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুর রহমান, নেজারত শাখার প্রসেস সার্ভার মজিবুর রহমান, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রসেস সার্ভার জয়নাল আবেদীন জনি।