চাঁপাইনবাবগঞ্জে পল্লীবিদুৎ সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈষম্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে পল্লিবিদুৎ সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতি। 

বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড কর্তৃক মাঠ পর্যায়ে কর্মরত সারা বাংলাদেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির উপর চলমান বৈষম্য এর প্রতিবাদস্বরূপ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে, চাঁপাই নবাবগঞ্জে পল্লীবিদ্যুত সমিতি জরুরি সেবা (নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ) চালু রেখে কর্মবিরতি কর্মসূচি পালন করা হচ্ছে।

সোমবার (২ জুলাই) সকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নয়াগোলায় পল্লীবিদ্যুৎ সমিতির প্রধান কার্য্যালয়ের সামনে দাবী সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা জমায়েত হন।

এসময় তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং সমিতির সকল অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের দাবীতে স্লোগান দেন। 

উল্লেখ্য, গত ৫ই মে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ একই দাবীতে কর্মবিরতি দিয়েছিলেন এবং তৎকালীন সময়ের বিদ্যুৎ বিভাগের সচিব এর সাথে পল্লীবিদ্যুতায়ন বোর্ড আলোচনায় বসার আশ্বাস দিলে তা স্থগিত করা হয়েছিলো। 

পরে দাবীর বিষয়ে আর কোন আলোচনা না করায় গতকাল ১ জুলাই থেকে সারাদেশব্যপী পল্লী বিদ্যুত সমিতি কর্মবিরতির ডাক দেয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।