চাঁপাইনবাবগঞ্জে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ৩০০ বোতল ফেন্সিডিলসহ শাহিন (২০) নামের একজন মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব।

সোমবার (১ জুলাই) রাতে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ী গরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। 

আটককৃত আসামি হচ্ছেন নীলফামারী জেলার ডোমার উপজেলার সধুর আড্ডা মহল্লার মৃত মোকছেদ এর ছেলে শাহিন।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত আসামি পেশাদার মাদক ব্যবসায়ী। তার বাড়ী নীলফামারী জেলা হলেও চাঁপাইনবাবগঞ্জের জেলায় এসে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন। র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে গোমস্তাপুর দিয়ে ফেন্সিডিলের একটি বড় চালান সরবরাহ করা হবে। এমন তথ্যে গোপনে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে ৩০৫ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। 

আটকের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।