চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্য সংক্রান্ত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদের সভায় ব্যবসা বাণিজ্য সংক্রান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বেকেলে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদের সভায় চেম্বারের সভাপতি জনাব আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন। এছাড়াও উপস্থিত ছিলেন চেম্বারে পরিচালক খাইরুল ইসলাম, আব্দুল আওয়াল, মফিজ উদ্দিন, নাজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, সৈবুর রহমান, হারুন-অর-রশিদ, আব্দুল বারেক, কবিরুর রহমান খান খোকন প্রমুখ।

উক্ত সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যবসায়ীদের স্বার্থে সেবার মান বৃদ্ধি ও ঝিলিম ইউনিয়নের আমনুরায় কৃষি ভিত্তিক ইপিজেড স্থাপন, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন, সোনামসজিদ স্থলবন্দরের সমস্যা সমাধাণ সহ ব্যবসা বাণিজ্য সংক্রান্তে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।