বিএনপির নেতারা কেউ কাউকে বিশ্বাস করে না: কাদের

নিউজ ডেস্ক

বিএনপি নেতারাই একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদের বলেন, বিএনপির নেতারা কেউ কাউকে বিশ্বাস করে না।

সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির ঘরে এতো শত্রু যে ধ্বংসের জন্য বাইরের শত্রুর প্রয়োজন নেই। ভারত বিরোধিতা করলেও বিএনপি গ্যাস বিক্রির আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছিলো বলে মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সমঝোতা স্মারক আর চুক্তি যে এক নয়, মির্জা ফখরুল তাও জানেন না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তিস্তা চুক্তির পথে এখন প্রধান বাধা পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।