চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পাইনবাবগঞ্জ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে টোলঘর ঘিরে অবরোধ করেছে রিকশা শ্রমিকরা। এসময় সেতুতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গতকাল (০৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় মহানন্দা সেতুতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়।
সূত্রে জানা গেছে, পূর্বে মহানন্দা সেতু পারাপারের সময় খালি রিকশায় কোনো টোল নেওয়া হতো না। শুধুমাত্র যাত্রীবাহী রিকশার ক্ষেত্রে ৫ টাকা টোল আদায় করতো। কিন্তু গত ০১ জুলাই থেকে নতুন ইজারাদার দায়িত্ব নেওয়ার পর খালি এবং যাত্রীবাহী রিকশা থেকে অতিরিক্ত ১০ টাকা টোল আদায় শুরু করে। এ ঘটনার প্রতিবাদে রিকশা শ্রমিকরা টোলঘর ঘেরাও করে বিক্ষোভ করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) মেহিদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টোলের ব্যাপারে আশ্বাস দেওয়া হলে রিকশা শ্রমিকরা চলে যায়।