চাঁপাইনবাবগঞ্জে অসচ্ছল সংস্কৃতি সেবীগণের মাঝে চেক বিতরণ

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জেসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অসচ্ছল সংস্কৃতি সেবীগণের অনুকূলে চেক বিতরণ করা হয়েছে।

আজ (০৮ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন।

উক্ত চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। সার্বিক উপস্থাপনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অসচ্ছল সংস্কৃতি সেবী মোট ২৫ জনকে ৩ লক্ষ ৯৩ হাজার ৬০০ টাকার চেক প্রদান করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।