আব্দুল কাদির
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (০৯ জুলাই) বিকালে শিবগঞ্জ পৌর এলাকার ডেলটা মেডিকেল সেন্টারের চত্বরে এসব বৃক্ষের চারা রোপণ করা হয়। এতে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির পরিচালক আলমগীর জয়ের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির প্রধান উপদেষ্টা, শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান।
এ সময় উপস্থিত ছিলেন ডেলটা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জায়েদুল ইসলাম জাহিদ, এডমিন অফিসার আবদুল হামিদ, সমাজসেবক সাইফুল ইসলাম রানা, গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির সিনিয়র এডমিন মোস্তফা আলী ও সাকিব খানসহ জেলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।